
তুমি আছ বলে
চুল গুলো মুক্ত
করে চোখ
বন্ধ করে
যতই দাড়িয়ে
থাক তুমি
আমার বাড়ির সামনের
দিগটায় বারান্দায়
আমি কোন
অসীমে
চলে যাই তোমায়
দেখে তোমার
সাধারণ মুখটা..জল ছাপের
ঢেউ খেলে সারাক্ষণ
আমার মন
..তুমি আছ
বলে !
তোমায় দেখবো বলে
দ িক্ষণা
জানালাটা সব
সময় খোলা
রাখি
তুমি আসবে বলে
বারান্দায় দাড়াবে বলে অপেক্ষায় থাকি
..
সকাল ,দুপুর,রািএ,
ভোর
তুমি আমার পড়শী
বলে সুন্দর
হয়ে উঠে
এই পৃথিবী,
এই দিঘি,
একলা পাখি সবুজ
গাছ পালা
তোমায় দেখে আমার
গান গাইতে
ইচ্ছে হয়
যেন আমি আমার
হারানো সুর
ফিরে পাই
তোমার সাথে প্রায়ই
হয় দেখা
বাড়ি ফেরার
পথে
কথা বলা হয়ে
উঠে না
তুমি লেনের
এক পাশ
দিয়ে চল আর
আমি অন্য
পাশে
নিজের ইচ্ছাতেই কথা
বলা হয়ে
উঠে না
ভয় হয়
যদি না পাই,যদি ভুল
হয়,যদি
হারিয়ে যাও
তুমি পাশের বাড়ির
ফ্ল্যাটে থাক
তাতেই আমি
খুশি
আমি শুধু দেখে
যাই চুল
এলোমেলো করে
চোখ
বন্ধ করে তোমার
দড়িয়ে থাকা
শীতের সকাল এবং
তুমি
তোমাকে রেখে ছিলাম
সীমাহীন রুপে....
শীতের সকালের জলসিক্ততার
সাথে তুমি
বন্ধুত্ব কর
,
তাই আলোকিত করলে
..চারপাশ
অদৃশ্য হয়ে অনুভব
করি....অনুভুতির
তরঙ্গমালা..
তোমার কাপা ঠোট
দিয়ে ভেসে
আসছে...নীল
ধোয়া ,
ছড়িয়ে পড়ল সমস্ত
..কেন্দ্র-বিন্দুতে..
চোখের পাপড়িতেঁ শিশির
ঝড়ছে যেন.,
শরীর শুকাতে দাড়ালে
আলোর পাশে..
অপেক্ষা না করে
তোমার উজ্জ্বল
শরীর মুছে
দিলাম , কেন
ব্যথা পাবে
তুমি ?
****************************************
স্পর্শে
কুয়াশার চাদর ঘেষে
বাতাস বহে।
দূর বাতিঘর থেকে
যে নির্দেশমালা
তা মেনেই
... কুয়াশার চাদর ঘেষে
বাতাস বহে।
শুয়ে থাকি তখন
নদীর পাশে
থাকা ঘাসে।
বুক খুলে রাখা
আকাশ আর
চাদর মুড়িয়ে
চলা মেঘদলে,
কোন এক নিমগ্ন
কিশোরী বেহালা
বাজায় প্রচ্ছন্ন
সুরে।
অতুলনীয় যে স্পর্শ
তোমার হাতে
আয়েসে থাকে
তাকে ঘুম থেকে
তুলে আমার
হাতের নির্ঘুম
স্পর্শে
পাঠিয়ে দেবে জল
কন্যা ?
ফড়িং এর পাখায়
ফুরফুরে রেখে
ভাবনার দেয়ালগুলোর পলেস্তার,
সাঁতরাতে থাকি নীল
সমুদ্রের নীলাভ
মৌনতায়।
নতুন জামাটা যেভাবে
অপেক্ষায় থাকে
শরীরে ঢুকে অবয়ব
পেতে,
সেভাবে তোমার পাশটায়
দূরে থেকে
হলেও দূর
বাতিঘর থেকে
যে নির্দেশ
মালা তা
মেনেই স্পর্শ
হলাম।
*********************************
প্রেমের পথ ধরে
তোমার প্রেমের পথ
ধরে হাঁটতে
চাই দূর-বহুদূর।
যেখানে নদী
আছে, পাহাড়
আছে
আর আছে , অনন্ত
আকাশ,
যেখানে নিশ্চিন্তে উড়াবো
আমি আমার
... ভালোবাসার ঘুড়ি।
তোমার গভীর
প্রেমের
দহনে আমি পুড়তে
চাই একান্তে।
মেঘ যেমন বৃষ্টিকে
খোজে
পৃথিবীতে আনার জন্য।
তেমনি তোমাকে আমি
খুজি
আমার ভালোবাসায় পূর্ণতা
আনার জন্যে।
শুধু ভালোবাসি কথাটা
বলতে না
পারাই, অবুঝ
চোখ
প্রতিনিয়ত ভিজছে কান্নায়।
তোমার ভালোবাসার বন্দরে
সেই কবে থেকে
নোঙ্গর পেতে
বসে আছি,
তুমি বুঝলেনা।
কতো জোয়ার-ভাটা
গেলো আমার
উপর দিয়ে।
বুঝবে কি কখনো
?
তোমার ঐ রাঙা দুটি চরনে আমার
সামনে এসে বলবে
কি কখনো
ভালোবাসি।
নাকি আমার আজন্ম
এই অপেক্ষার
কখনো অবসান নাই
*********************************
প্রথম ভালো লাগা.....প্রথম প্রেমের
প্রহর....
সব অনূভুতি স্বপ্ন
ডানায় ভাসে..
সকালের শিশিরে দেখি
মুক্তার সমারোহ
কাজল দীঘিতে হাজার
পদ্ম ফোটে
..........
সরিষা বনে উড়ে
উড়ে প্রজাপতি
কপোতেরা মধু
খোজে...
... .সব সুখ স্বাদ
দুহাতের আগলে
ধরি.........
**************************************
তোমায় ভেবে রাত
ভোর করি
ফের দেখা
হবার আশায়..........
উদাস চোখে ঢুলুঢুলু
স্বপনের সুখ...
সব ভাল লাগার
আনন্দে ভাসে
বুক ....
***********************************
হাজার গোলাপের সৌরভ
মাতাল করে
হিয়া..
আয়নার প্রতিবিম্ব বড্ড
অচেনা লাগে
আজি...........
বার বার মন
চায় শুধু
ভেসে যাই
তোমার সাথে
...
রেখে হাত ওই
হতে
**********************************
ভালবাসা বড়ই আজব
জিনিস ।
নিজের আজানাতেই সুখের
ভেলা ভাসাবে
কত শত
স্বপ্নের ঘুড়ি মনের
আকাশে উড়াবে কিন্তু
হঠাত কখন
যে সে আকাশের
কালো মেঘ
... বৃষ্টি ঝড়িয়ে ভালবাসার
স্বপ্নের
ঘুড়ি কে খুন
করে ফেলে
টের-ই
পাওয়া যায় না
*******************************
মনের দরজায় তোমার
আসার
ধ্বনি শুনতে পাই,
কিন্তু চোখের সীমানায়
তোমায় খুঁজে
পাই
না।
বৃষ্টির রিমজিম শব্দে
তোমার
... হাসি শুনতে পাই।
কিন্তু রোদেলা ক্ষণে
তোমায় খুঁজে
পাই
না।
ফেসবুকে তোমার অস্তিত্ব
বুঝতে চাই,
কিন্তু ফ্রেন্ড লিস্টে
তোমায় খুঁজে
পাই
না।
যে কথাটা বলা
হয়নি কখনো
আর কোনদিন হয়ত
বলাও হবেনা
তাই অব্যক্ত কথার
সাক্ষ্য দিচ্ছি
শুভ্র কাগজের
বুকে .....
আমি নিভৃতে তোমায়
করেছি লালন
হৃদয় গহীনে
তুমি হয়ত জান..
... কতটা নিবিড় করে
কতটা যতনে
রয়েছো আজও
সেই প্রথম অনূভবের
মতন
**************************
দশটা বসন্ত দিয়েছি
পাড়ি
অব্যক্ত কস্ট নিয়ে...
আরো বসন্ত আসুক
নিঃসঙ্গ একাকী
তবুও বলবো না
ব্যক্ত করে
ভালোবাসি ভালোবাসি.
যেমন তুমি বলোনি
অথচ আমরা জানি
হৃদয়ের গহীনে আজো
বসন্তের কোকিল
বলে
ভালোবাসি ভালোবাসি খুব
ভালোবাসি............
*********************************
তুমিও কি..... ??
তুমি ভালোবাসা বোঝ....
যে অনূভুতি ঘোর
লাগা সন্ধ্যার
..
... নীড়ে ফিরতে ব্যাকুল
পাখির মতন
....
মৃদুমন্দ বাতাসের ফিস্ফিসানি...
বারবার বলে ভালোবাসি
ভালোবাসি এই
তো বেশ
আছি........
মগ্ন নিশ্চুপ জলের
মতন মন
বলে আমরণ
স্হীর হও
হে অনূভুতি...
তুমি স্বপ্ন বোঝ...
মায়ের আধার জরায়ূতে
তিলে তিলে
বেড়ে ওঠা
জীবন...
যার হৃদস্পন্দন আকে
আগামীর স্বপন
...
তুমি স্পর্শ বোঝ.........
হঠাৎ গ্রীস্মের বৃষ্টির
মতন শীতলতা
কিংবা হাড় কাপুনি
শীতের সকালে
ঊষ্ন সূর্যের
ওম্...
আমি এভাবেই বুঝি..
তুমিও কি..... ??
*********************************
একটি কিউট প্রেমময়
কথোকপথন!
:
:
-মেয়ে: আচ্ছা, তুমি
কি সত্যি
আমাকে ভালবাস??
-ছেলে: অবশ্যই!
-মেয়ে: তাহলে, তুমি
আমাকে I love you বলনা কেন
??
-ছেলে: তো কি
হয়েছে ??
-মেয়ে: তার মানে,
তুমি আমাকে
ভালবাস না!
(মেয়েটি কাদতে কাদতে
চলে যাচ্ছিল...ছেলেটি তার
হাত ধরে
বলল, 'আরে
আমার লক্ষি
সোনা পাগলী
এই তিনটি
কথায় কি
মনের কথা
বলা যায়'!!!
কথাটি বলার
পর মেয়েটি
তার সর্ব
শক্তি দিয়ে
ছেলেটি কে
জড়িয়ে ধরল
♥♥
প্রেম তোমাকে দিলেম
ছুটি কষ্টগুলো
আমার থাক
তোমার আমার সুখের
স্মৃতি সূর্যাস্তে
মুছে যাক।
শূন্য থেকে যাত্রা
শুরু অলীক
স্বপ্নে বসবাস
শুন্য হাতে ফিরছি
আবার সুখকে
বড় অবিশ্বাস।
প্রেম তোমাকে দিলেম
ছুটি তোমার
হাসি, কপট
রাগ
স্মৃতি হয়ে থাকল
আমার এইটুকুই
আমার ভাগ।
অশ্রু কেন তোমার
চোখে আমার
মনের নদীর
বুকে
ভাসাও সুখের ভেলা
তোমার ,কেঁদোনা
আর আমার
দুখে।
*******************************
তুমি পাশে থাকলে,
তোমার হাত ধরে
বেরিয়ে আসব
ধ্বংসস্তুপ থেকে,
ভাঙ্গা পৃথিবীকে আবার
সাজাবো নতুন
করে ।
তোমার শাড়ির আঁচল
বিছিয়ে বানাবো
বিস্তীর্ণ মাঠ,
স্তনের আদলে বানাবো
পাহাড়,
টলটলে গভীর চোখ
থেকে বানাবো
সমুদ্র,
চোখের জল দিয়ে
বানাবো ঝরনা
থেকে নদী,
তোমার মনের রঙ
দিয়ে সাজাবো
সবুজ বন
,
চোখ থেকে স্বপ্ন
নিয়ে সাজাবো
এক স্বপ্নিল
পৃথিবী ।
তারপর, তোমার বুক
থেকে ভালবাসা
নিয়ে
ছড়িয়ে দেব পৃথিবীময়
,
তুমি পাশে থাকলে
------
আবার নতুন করে
শুরু হবে
সভ্যতা
আজকের এই অসভ্য
সভ্যতা কে
ভুলে ।
****************************************
আমি এক পথিক....
আমি অজানার পথে
হাঁটা এক
পথিক.....হেঁটে
চলি, চলছি.......
খুঁজি মনের গহিনে
লুকিয়ে থাকা...হারিয়ে ফেলা
অতীত ভালোবাসা.....
আমি দেখিনি তাকে.....শুনেছি সে
আমায় ভালোবাসে......
তার খঁজেই আমি
পথ চলছি........
পাবো কিনা জানি
না.....আছে
কিনা তাও
জানা নেই......
তার ভালোবাসার সম্মানেই
আমি অদূর
অজানায় ছুটে
চলছি......
*******************************************
ভালোবাসার মানুষটি হয়তো
আপনার থেকে
অনেক অনেক
দূরে চলে
গেছে, হয়তো
তার জীবনে
আপনার জন্যে
কোনও অপেক্ষা
নেই, নেই
কোন চাওয়া
পাওয়া, নেই
কোন বেহালার
সুর......... তবু যখন রাত নামে
পৃথিবীতে , তারারা খেলা করে অন্ধকার
আকাশ জুড়ে,
বারান্দার গ্রিল ধরে একবার কি
আপনি আনমনে
বলে উঠেন
নি কোনদিন
।
***********************************
"জানি তুমি ফিরে
আসবেনা"
তুমি নেই,
জানি তুমি ফিরে
আসবেনা কখনো,
হইতো অনেক কষ্টের
মাঝে পাবোনা
তোমার সান্তনা,
তোমার হাসিতে লুকানো
থাকবেনা_ খুব
গোপনে লালন
করা আমার
কষ্ট গুলো,
... ... ... তবু আমি জানি,
আমি তোমাকে ভালোবেসে
যাব ,
কারন তুমি না
থাকলেও_______
তোমার ভালবাসা আমার
সাথে থাকবে
প্রতিটি মুহূর্ত, প্রতিতি
সময়........