skip to main |
skip to sidebar
Posted by
Unknown
|
শিশুদের আঁকা ছবিকে হিজিবিজি বলে উপেক্ষা করবেন না। কারণ তাদের আঁকার ক্ষমতা দেখে বোঝা যায়, তারা ভবিষ্যতে কতটা বুদ্ধিমান হবে। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের একদল মনোবিজ্ঞানী ১৫ হাজার ৫০৪টি শিশুর ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এমনটিই দাবি করছেন।সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক রোজালিন আর্ডেন বলেন, আঁকার সামর্থ্য ও ভবিষ্যৎ বুদ্ধিমত্তার সম্পর্কটি বেশ মজার। তবে ছবি আঁকা ছাড়াও শিশুর সৃজনশীলতা ও সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিত প্রকাশের নানা দিক রয়েছে। তাই আপনার শিশু ভালো ছবি না আঁকলেই ধরে নেওয়ার কারণ নেই যে সে বোকা হবে। টেলিগ্রাফ।
0 comments:
Post a Comment