Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

কাঁটা তারের বেড়ায়



কাঁটা তারের বেড়ায়, দ্বিখণ্ডিত জীবন চাওয়া পাওয়া খণ্ডিত আজ

কাঁটা তারের বেড়ায়,
দ্বিখণ্ডিত জীবন চাওয়া পাওয়া খণ্ডিত আজ, হৃদপিণ্ডের উত্তাপে ঢলে পরা সাঁঝ হয় নিত্য
বার বার স্বপ্নবোনা ভোর হয়, ঋতুর নানা বিন্যাস মেখে,
সজনে পাতা ঝরে কাঞ্চনজঙ্ঘার শরীরে রুপের বলয়।
জীবন যাপনের বিচিত্রতায়,
নদীর আত্মহত্যা বিড়ম্বনার বৈকি, তবু বেঁচে থাকতে হয় জীবনের মৌন মিছিলে
খণ্ডিত জীবন বড়ই কষ্টের, হেমন্তের নাঙা নদীর মত মলিনতা,
যেখানে বিরহের চটচটে দাবানল জ্বলে
খণ্ডিত আত্মজা বিরহী ঋষির মত,
যন্ত্রণার অনলে শান্তনা খুঁজে ফিরে, যদির অপেক্ষায় কাল পেরুলে খণ্ডিত ক্ষণের প্রান্তে
দ্বিখণ্ডিত আশা বার বার ফিরে পাওয়ার বিহ্বলতায়,
মগজ মনে ধ্যানে মত্ত, ক্ষয়ে যায় বাড়ন্ত উজালা যৌবন।
কত মৃত্যু পথ পেল না,
চেয়ে ছেয়ে পথ ভাটার কাটালে, নিঃস্ব জীবনের স্বপ্ন ডানায় জোয়ার ভাসে হয়তো
কিন্তু দ্বিখণ্ডিত জীবনের মলিনতা ফিরে না, ফিরে যায় না আবারও স্বপ্ন ঘোর আশা,
বাঁচবার মননে শুধু শুধু ক্ষয়ে যাওযা খোলস

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS